গুজরাট ৩৮ রানে পরাস্থ করলো হায়দ্রাবাদ কে

গতকাল আইপি এলের লীগের খেলা তে গুজরাটের ঘরের মাঠে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে তোলেন ৬ উইকেটে ২০২৪ রান । সর্বাধিক রান করে গিল ৭৬ রান (৩৮) বলে ও বাটলার ৬৪ রান (৩৭) বলে । জবাবে সানরাইজার্স ৬ উইকেটে ১৮৬ রান করে সকলে আউট হয়ে যান ।ম্যান অফ দি ম্যাচ হন প্রসিদ্ধ কৃষ তিনি দুইজনের উইকেট নেন যথা ম্যাথিউ হেড ও হেনড্রিক ক্লাসেন কে ।