গতকাল সুপার কাপের সেমিফাইনালে এফসি গোয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হলো মোহন বাগান সুপারজায়ান্ট । গতকাল সেমিফাইনালে মোহন বাগান এফসি শুরু করেছিল সমানে সমানে । গোয়ার কোচ মানালো প্রথম থেকেই অস্ত্র করেছিল আক্রমণ কে । ২০ মিনিটেই গোয়া এগিয়ে যায় ১-০ গোলে, এর তিন মিনিটের মধ্যেই সমতা ফেরান মোহন বাগান সুহেল ভাটের মাধ্যমে । ৫১ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় গোয়া ,প্লেয়ারের নাম ইকে । তার পর ৫৭ মিনিটে গোল করে গোয়া আবার এগিয়ে যায়.
ফলাফল হয় ৩-১।