গতকাল কলিঙ্গ স্টেডিয়ামে সুপারকাপের ফাইনালে ম্যানুয়েল মার্কোয়েজের গোয়া এফসি ৩-০ গোলে জামশেদপুর কে হারিয়ে দিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন হলো ।গতকাল কলিঙ্গ স্টেডিয়ামে গোয়া এফসি ৩-০ গোলে হারালো জামশেদপুর কে ।স্বপ্নভঙ্গ হলো খালিদ জামিলের ,গোয়ার কোচ মার্ককুয়েজের ভারতীয় দলের কোচ হওয়ার পথ আরো সুগম হলো ,এর পরে গোয়া খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের প্রাথমিক পর্বে ,গোয়ার হয়ে জোড়া গোল করেন ২৩ ও ৫১ মিনিটে ।