খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল এডিলেডে গোলাপির বলের দিন রাতের টেস্টের প্রথম দিনে বৃষ্টি বিগ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া ৭৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৩০২ রান তোলেন । অস্ট্রেলিয়ার হয়ে এই দিন টেস্ট ক্রিকেটে তার ২৩ তম শতরান করেন ডেভিড ওয়ার্নার ।১৯ টি চারের সাহায্যে তিনি দিনের শেষে ১৬৬ রানে নট আউট থাকেন ।ওপর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান লাবুসানে ২০৫ বল খেলে ১২৬ রানে নোট আউট থাকেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...