চতুর্থ টেস্টে প্রথম দিনে ভারত ৪ উইকেটে ২৬৪ রান

গতকাল চতুর্থ টেস্টে র প্রথম দিনে সারাদিন ব্যাট করে ৮৩ ওভারে ৪ উইকেটে ২৬৪ রান করে । যশস্বী ৫৮
রাহুল ৪৬, সুদর্শন ৬১ এবং ঋষভ পন্থ আহত এবং অবশ্ৰুত ৩৭ রান করেন । ক্রিজে ব্যাট করছে জাদেজা ১৯ এবং শার্দুল ১৯। ক্রিস ওকসেরএকটি ফুল লেংথ বল রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ের পাতা তে চোট লাগে তার । তার পর ম্যাট ছাড়েন তিনি । আজ দ্বিতীয় দিনে দেখা যাক ভারত কতটা রান তুলতে পারে ।