চেন্নাইয়ের কাছে হেরে কার্যত আইপিএল থেকে বিদায় নিলো কেকেআর

গতকাল আইপিএলের লীগের খেল তে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ৬ উইকেটে ১৭৯। কেকেআরের হয়ে সর্বাধিক রান করেন রাসেল (২১) বলে । চেন্নাইয়ের নূর আহমেদ ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন । জবাবে চেন্নাই সুপার কিংস ১৯.৩ ৪ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেন । ১৭ রানে নোট আউট থাকেন ধোনি (১৮)।তাদের হয়ে সর্বাধিক রান
করেন ব্রেভিস (৫২) ২৫ বলে ।