গত কয়েকদিন যাবৎ ভারতের চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা তে বুমরাহ উপস্থিত থাকবে কিনা সেই নিয়ে কথা চলছিল ।ভারতের বোর্ডের তরফে জানানো হয়েছে কোমরের কাছের চোট পুরোপুরি সারেনি বুমরার তাই চ্যাম্পিয়ন ট্রফিতে নেই তিনি ।সেই জায়গা তে নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স তরুণ পেসার হর্ষিত রানা কে ।বুমরাহ হীন ভারতীয় দল নির্ভর করবে স্পিনের উপরে তাই দলে নেওয়া হয়েছে ৫ স্পিনার ১) কুলদ্বীপ ২) অক্ষর প্যাটেল ৩) ওয়াশিংটন ৪) রবীন্দ্র জাদেজা ৫) বরুন চক্রবর্তী ।মোহাম্মদ শামি ও দলে আছেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...