খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কোয়ারান্টিন সেন্টার হওয়ায় কোচবিহার স্টেডিয়াম ঠিকমতো পরিস্কার হয় না।ফলে বড় বড় ঘাস আগাছায় মাঠ ভরে গিয়েছে। প্রায় ১৫ একর জায়গা জুড়ে এই স্টেডিয়াম। এর সামনের দিকে ভলিবল কোর্টেও ময়লা জমে আছে। এই স্টেডিয়ামের খারাপ অবস্থায় ক্রীড়াপ্রেমীরা খুবই বিরক্ত। স্টেডিয়াম চত্বর সাফ করার জন্য তারা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করেছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...