গতকাল যুব্বভারটি তে ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার পরাজিত হলো নর্থ ইউনাইটেড কাছে ৬-১ গোলে । কোচ কিভু ভিকুনা ২০১৯ সালে মোহনবাগানের কোচ থাকা কালীন কাপ নিয়ে গিয়েছিলো গোকুলাম এফসি । খেলার ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করেন আশিক আখতার ,সংযুক্ত সময়ে আলাদিনের পাশে গোয়াল করেন পার্থিব ।কিন্তু দ্বিতীয় অর্ধে ডায়মন্ডের ডিফেন্ডার দেড় গতিতে পরাস্ত করে গোল করেন থৈ সিংহ । ৮৪ মিনিটে গোল করেন জাইরো ,রেজাল্ট হয় ৪-১, তার আগে ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন লুকা মাছেন । আলাদিনের পাশ থেকে ৫-১ করে রদ্রিগুয়েজ ,একদম শেষ সময়ে সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন ৬-১,এবং ম্যান অফ দি ম্যাচ হন ।