গতকাল শিলংয়ের লাজংয়ের মাঠে ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনালে ২-১ গোলে সেমিফাইনালে উঠলো লাজং এফসি । খেলার ৮ মিনিটের মাথায় গোল করেন লাজংয়ের মার্কস ,ইস্টবেঙ্গলের ডিফেন্স নীরব দর্শকের মত দাঁড়িয়েছিল ।২৪ মিনিটে সুবর্ণ সুযোগ এসেছিলো গোল শোধ করার ,ডেভিড পারেনি,৩৯ মিনিটে তালালের গোল অফ সাঈদের জন্য বাতিল হয় ।৭৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নন্দ কুমার মাটি ঘেঁষা শটে গোল করে । ৮৩ মিনিটে লাজংয়ের হয়ে পরিবর্তিত গোল সিন্দাই ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...