আজ ডুরান্ড কাপ ফাইনাল খেলবে নর্থইউনাইটেড এফসি এবং ডায়মন্ড হারবার এফসি । গতবার ও ডুরান্ড
ফাইনাল মোহনবাগান কে হারিয়ে জিতেছিল নর্থইস্ট ,ব্যবধান গড়েছিল আলাদিন আজরাই । গত আই এস এলে তিনি সর্বোচ্চ গোল দাতাছিলেন । ডায়মন্ড হারবার এফসির তরফে রয়েছে লুকা যিনি ২০ ম্যাচে ১০ টি গোল করেছেন ,গত আই এস এলে ,আর চলতি ডুরান্ড কাপেকরেছে ৫ ম্যাচ ৪ গোল । আজকে খেলাটি আকর্ষণীয় হবে বলে মনে হয় ।