খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল দুবাই তে আইপিএলের খেলা তে দিল্লি হারালো চেন্নাই কে ৪৪ রানে । প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস করেন নির্দিষ্ট ওভারে ১৭৫ রান ৩ উইকেট হারিয়ে । দিল্লীর হয়ে পৃত্তিশ শ করেন ৬৪(৪৩) শিখর ৩৫(২৭) এবং ঋষভ নট আউট থাকেন ৩৭(২৫)।ওপর দিকে ব্যাট` করতেনেমে চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে তোলে ১৩১ রান।ডুপ্লেসি ৪৩(৩৫) ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি ।ম্যাচের সেরা হন প্রীতিশ শ ক্যাগিসো রাবাডা ২৬ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাই কে হারিয়ে দেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...