খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে আরসিবি করে ১৬৯/৪। বিরাট ও দেবদত্ত ছাড়া বাকিরা দাঁড়াতে পারেননি। বিরাট প্রথম দিকে ব্যর্থ হলেও গত ২ ম্যাচে ভালো রান করছেন এবং ছন্দ ফিরে পেয়েছেন। তিনি চারটে ৪ ও চারটে ৬এর সাহায্যে ৫২ বলে ৯০ রান করেন। পরে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের রায়ডু ও জগদীশন ছাড়া কেউ ভালো রান করতে পারেননি। পরপর উইকেট পড়ে যায়। ধোনি ৬ বলে ১০ রান করেন। চেন্নাই ২০ ওভারে ১৩২ রান করলে, ৩৭ রানে আরসিবি ম্যাচ জিতে যায়। বিরাট ম্যাচের সেরা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...