খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সমালোচনার ঝড় ওঠায় অবশেষে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনলো কে কে আর। রাহুল ত্রিপাঠীকে ওপেনিংয়ে আনতেই রানে গতি এলো। রাহুল করলেন ৫১ বলে ৮১ রান আটটি চার ও তিনটি ছয় সহ। রাসেল সহ সবাই মোটামুটি ব্যর্থ। কে কে আর করে ২০ ওভারে ১৬৭ রান। এরপর চেন্নাই শুরু থেকে ভালোই করছিল। কিন্তু রায়াডু ও ওয়াটসন আউট হওয়ার পর রান ওঠার গতি কমে যায় এবং তাদের ওপর চাপ বাড়ে। শেষে ১৫৭/৫ , ২০ ওভারে করার পর কে কে আর ১০ রানের ম্যাচ জিতে যায়। ম্যাচে সেরা রাহুল ত্রিপাঠি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...