খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইডেন টেস্টয়ে ভারতীয় দলের দ্বিতীয় উইকেট কিপার হিসাবে নির্বাচকেরা ছেড়ে দিলেন ঋষভ পন্থ কে মুস্তাক আলী ট্রফির ম্যাচ খেলার জন্য। নির্বাচকেরা চান পরের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে প্রথম কিপার হিসাবে পন্থ দলে থাকবেন । তিনি যেন ম্যাচের মধ্যে থাকেন সেটাই চান নির্বাচকেরা । ঋষভের জায়গায় দ্বিতীয় উইকেট কিপার হিসাবে ডাকা হয়েছে অন্ধ্র প্রদেশের উইকেট কিপার কোনা শ্রীকর কে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...