খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত ফাইনালে উঠবে ধরে নিয়েই বিলেতে ভারতীয় সমর্থকরা কোনো ঝুঁকি না নিয়েই বিশ্বকাপ ফাইনালের সব টিকিট আগে ভাগেই কেটে নিয়েছিল । কিন্তু নিউজিলান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে যাওয়াতে অঙ্কটা গুলিয়ে যায় । ভারতীয় রা আগে ভাগেই টিকিট কেটে নেয়াতে চেয়েও টিকিট পাচ্ছেন না ইংল্যান্ড এবং নিউজিলান্ডের সমর্থকেরা এমন অবস্থায় কিউই ক্রিকেটার নিশাম অনুরোধ করেছেন ভারতীয় সমর্থকরা ফাইনাল যদি মাঠে এসে না দেখেন তবে টিকিট গুলি যেন আইসিসি কে ফেরত দেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...