গতকাল হায়দ্রাবাদের মাঠিতে ভারত মালেশিয়ার সাথে খেললো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ,খেলা ১-১ ড্র হয় ।খেলার ১১ মিনিটের মাথায় গুরপ্রীতের ভুলে মালেশিয়া গোল করে চলে যায় ।তার পরেই ঘুরে দাঁড়ানোর চেস্টা করে ভারত ,কিন্তু ফারুখ ইরফান অথবা ইয়ারওয়ারা কখনো মালেশিয়ার ডিফেন্সে চাপ সৃষ্টি করতে পারছিলো না , তার পরে ৩৯ মিনিটে নিখুঁত হেডে গোল করেন রাহুল ভেকে ।৪১ মিনিটে ব্রেন্ডনের কর্নার থেকে আনোয়ার গোল শোধ করতে ব্যর্থ হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...