বাংলার দুই খেলোয়াড়ের পারফরমেন্স জিতিয়ে দিলো দিল্লি ক্যাপিটালস কে লখনৌয়ের বিরুদ্ধে

গতকাল আইপি এলের লীগের ম্যাচে প্রথমে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্ট তোলে ৬ উইকেটে ১৫৯ রান ।
সর্বাধিক রান করেন মার্করাম ৫২ রান ।বাংলার মুকেশ কুমার ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন । তার পরে দিল্লি ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ২ উইকেটে ১৬১ রান তোলে । অভিষেক পোড়েল ৫১ রান এবং কেএল রাহুল ৫৭ নট আউট থাকে ।