খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রথা মেনেই পুরোহিত ডেকে ময়দানের দুই বড় ক্লাবে ইস্টবেঙ্গল ও মোহন বাগানে গতকাল বার পূজো অনুষ্ঠিত হল। উপস্থিত ছিল ইস্টবেঙ্গল এর কোচ সহ প্রায় পুরো ফুটবল দল।অপর দিকে মোহন বাগানে সব কর্মকর্তারা ছিলেন আর ফুটবলার দের মধ্যে ছিলেন কিংসলে ডিকা ও শিলটন পাল উপস্থিত ছিলেন। আগে প্রথা মেনে বার পূজোর সময় ক্লাবের অধিনায়ক এর নাম ঘোষণা করা হত এবং তিনিই বার পূজো করতেন। এবার সে সব ব্যাপার ছিল না ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...