খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিরাট কোহলি মুম্বাইর বিরুদ্ধে ব্যর্থ হলেন। তিনি মাত্র ৩ রান করেন। তবে অন্য ব্যাটসম্যানরা ভালো খেলে আর সি বি কে পৌঁছে দেন ২০১/৩ , ২০ ওভারে। মুম্বাই ২০ ওভারে করে ২০১/৫। শেষ ৪ ওভারে মুম্বাই করে ৮৯ রান। ঈশান ৫৮ বলে ৯৯ রান করে আউট হন। রান সমান হওয়ায় ম্যাচ যায় সুপার ওভারে। সুপার ওভারে মুম্বাই ১উইকেটে ৭ রান করার পর বেঙ্গালুরু সে রান টপকে যায়। ম্যাচের সেরা ডিভিলিয়ার্স।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...