ইউরো ২০২০ তে গ্রুপ বি থেকে পরের রাউন্ডে চলে গেল বেলজিয়াম। বেলজিয়াম প্রথম দু ম্যাচে পর পর জিতে এই খেলার আগেই শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করেছিল। আজ তারা ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দেয়। ৭৪ মিনিটে রাডিকির সেম সাইড গোলে এগিয়ে যায় বেলজিয়াম।৮১ মিনিটে লুকাকু গোল করলে ফল দাঁড়ায় ২-০।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...