কোপায় ব্রাজিল পর পর দুটি খেলাতে জিতল। তারা এবারে পেরুকে উড়িয়ে দিয়ে ৪-০ গোলে জিতল। এই খেলার পর রিও স্টেডিয়ামে তারা টানা ৯ ম্যাচ জিতল ও ২৬ টি গোল ও করে ফেলল। এদিনে তাদের গোলদাতা সান্দ্রো ,নেইমার,রিবেইরো ও রিচারলিসন। আজকের গোলের পর নেইমার দেশের হয়ে ৬৮ টি গোল করে রোনালডোকে অতিক্রম করলেন। তার সামনে শুধু পেলে যার গোল সংখ্যা ৭৭।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...