ভারতীয় ক্রিকেটে পূজারা যুগের অবসান হলো

ভারতীয় ক্রিকেটের তিন নম্বর ব্যাটসম্যান যাকে রাহুল দ্রাবিড়ের পরে দি ওয়াল বলা হতো ,তিনি রবিবার সব ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন । সমাজ মাধ্যমে তিনি লিখেছেন “দেশের জার্সি ,পড়া ,জাতীয় সংগীত গাওয়া প্রত্যেকবার মাঠে নেমে নিজের সেরা টা দেওয়ার চেষ্টা করার অনুভূতি ভাষা তে প্রকাশ করা অসম্ভব ।সব ভালোর ই শেষ আছে,আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ “।