
ভারতের শাটলার জুটি সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি গতকাল কোরীয় ওপেনে হারালেন বিশ্বের ১ নম্বর জুটিকে ,ফলাফল ১৭-২১,২১-১৩ এবং ২১-১৪, তারা জয়ী হন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়া জুটির বিরুদ্ধে ,এই জুন মাসেই ভারতের এই জুটি ইন্দোনেশিয়া ওপেন জয় করেছিলেন আর মে মাসে জিতেছিলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা ।