গতকাল বিশাকাপত্তনমের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে ১০৬ রানে জয়ী হলো ভারত । প্রথমে ব্যাট করে ভারত তোলে দুই ইনিংস য়ে ৩৯৬ এবং ২৫৫ রান ।,জেতার জন্য ইংল্যান্ড ৩৮৩ রান তারা করতে গিয়ে ৬৯.২ ওভারে ২৯২ রানে সকলে আউট হয়ে যান ।বুমরাহ ও অশ্বিন ৩ টি করে উইকেট নেন , বাকিরা ১টা করে ।ম্যাচের সেরা হন বুমরাহ ৯ টি উইকেট নিয়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...