আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই শুরু হয়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামে ।এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী ,ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে ১৭৬ রান করেছেন ৩১.৩ ওভারে । উইকেটে ব্যাট করছেন জো রুট ৩৬ ও ব্যাটলার ৭।ইংল্যান্ডের হয়ে আউট হয়ে গেছেন ফিল সল্ট ৩৬,বেন ডাক ৬৫ এবং হ্যারি ব্রুক ৩১। এই তিনটি উইকেট নিয়েছেন যথাক্রমে বরুন চক্রবর্তী হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা । ভারত দ্বিতীয় অর্ধে ব্যাট করবে । চোট সরিয়ে প্রথম একাদশে আছে মোহাম্মদ সামি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...