খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ইংল্যান্ডের নটিংহামশায়রের ঘরের মাঠ টেন্ট ব্রিজের একটিও বল খেলা হয়নি বৃষ্টির কারণে । আম্পায়ার রা দফায় দফায় মাঠ পরিদর্শন করে ম্যাচ টি খেলানোর চেষ্টা করেন । বহু ভারতীয় দর্শক মাঠে এসেছিলো অধীর আগ্রহ নিয়ে খেলাটি দেখার জন্য ।কিন্তু মাঠ ভিজে থাকায় শেষ পর্যন্ত আইসিসি ম্যাচটি কে পরিত্যক্ত বলে ঘোষণা করেন ।লীগ টেবিলে ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ আছেন নিউজিল্যান্ড ,এবং তিনটি ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...