আবার কোচের সমস্যা মহামেডান ক্লাবে। কোচ হেভিয়ার করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলাররা জানান হেভিয়া আর মনে হয় কোচিং করাবেন না। সচিব জানান কোচের গলা ব্যাথা , সর্দি ,জ্বর এই সব উপসর্গ দেখা দিয়েছে। তাঁকে নিষেধ করা সত্ত্বেও মাঠে এসেছিলেন।করোনা হলে অন্য ব্যবস্থা নিতে হবে। আজ আই এফ এ শীল্ডের খেলায় মহামেডান ১ গোলে হারাল গোকুলমকে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...