খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ ছিল টেবিলের ১ ও ২ নম্বরের খেলা তাতে মুম্বই ৫ উইকেটে হারাল দিল্লিকে এবং টেবিলের ১ নম্বরে চলে গেল। দিল্লী প্রথমে ব্যাট করে ২০ ওভারে করে ১৬২/৪। ধাওয়ান করেন নট আউট ৬৯ রান। শ্রেয়স ৪২ রান করে আউট হন। মুম্বাই পরে নেমে সূর্য ও ডি ককের জন্য ভালোভাবে এগিয়ে যায়। দুজনেই ৫৩ রান করেন। ৫ উইকেট হারিয়ে মুম্বাই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের সেরা হন ডি কক।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...