মুম্বাই কে হারিয়ে দিয়ে আইপি এলের প্রথম দুয়ে গেলো পাঞ্জাব কিংস

গতকাল পাঞ্জাব কিংস ৭ উইকেটে মুম্বাই কে হারিয়ে দিয়ে আইপি এলের প্রথম দুয়ে থাকা নিশ্চিত করলেন । ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মুম্বাই তোলে ১৮৪ রান ।সূর্য যাদব ৩৯ বলে সর্বাধিক ৫৭ রান করেন । জবাবে পাঞ্জাব কিংস ১৮.৩ ওভারে তিন উইকেটে ১১৭ রান তোলে । ৪২ বলে ৭৩ রান করে যশ ইংলশি ম্যান অফ দি ম্যাচ হন ।