মেসি বার্সিলোনা ক্লাব ছেড়ে দিলেন। রবিবার তিনি শেষবারের মত এই ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন। .এই সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও তিন ছেলে মাত্র ১৩ বছর বয়সে ২০০০ সালে তিনি এই ক্লাবে সই করেন। ক্লাবের সঙ্গে ২১ বছরে সম্পর্ক যে এই ভাবে শেষ হয়ে যাবে তা তিনি কল্পনা করতে পারেননি। মেসি তার পারিশ্রমিক ৫০% কমিয়ে আরো পাঁচ বছর এই ক্লাবে থাকতে চাইলেও লা লীগার আর্থিক বিধিনিষেধ তার এই ক্লাবে থাকার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...