গত ১ লা জুলাই থেকে মেসি মুক্ত ফুটবলার। তিনি এখন যে কোন দলে কথা বলে চুক্তিবদ্ধ হতে পারেন। ৩০ সে জুন তাঁর সঙ্গে পুরানো ক্লাবের চুক্তি শেষ হয়ে গেছে। তবে তাঁর ক্লাব বার্সিলোনা তাঁকে ধরে রাখতে চায়। ক্লাবের প্রেসিডেন্ট জানিয়েছেন সব ঠিক আছে ,কথাবার্তাও এগোচ্ছে। তিনি মেসিকে ক্লাবে ধরে রাখার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। মেসি নিজেও নাকি বার্সায় থাকতে আগ্রহী।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...