কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার মেসি একের পর এক নজির তৈরী করছেন। তিনি দেশের হয়ে সর্বাধিক ম্যাচ (১৪৭ টি )খেলার নজির ভেঙেছেন। তিনি ৬ বার কোপা প্রতিযোগিতায় খেলেছেন ও এবারে ৫ টি গোল করতে সাহায্য করেছেন। ফাইনাল খেলার পর কোপায় তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করবেন। তবে দেশকে তিনি এই ট্রফি দিতে পারেন নি। মেসি নিজের নজির নিয়ে চিন্তিত নন। তিনি এবারে দেশে ট্রফি নিয়ে ফিরতে চান।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...