খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এ বি ডিভিলিয়ার্স বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচের সেরা আকর্ষণ । প্রথমে ব্যাট করে ২৪ বলে ৫৫ রান করেন। এরপর সুপার ওভারে বুমরার বলকে মাঠে বাইরে পাঠিয়ে দিয়ে জয় ছিনিয়ে নেন। তবে ভীষণ গরমে ক্লান্ত হয়ে পড়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে যেতে পারেন নি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন অধিনায়ক কোহলি। এ বি বলেন দারুন উপভোগ্য ক্রিকেট এবং এই জয় ভবিষ্যতে দলকে আরো ভালো খেলতে সাহায্য করবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...