নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্বের সকল লোকের মত করোনাভাইরাসের জন্য গৃহ বন্দি হয়ে আছেন ম্যানচেস্টার উনাইটেডের তারকা ফরওয়ার্ড মার্কস রাশফোর্ড । তবে এরই মধ্যে তিনি উদ্যোগ নিলেন স্কুলে খুদে পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণে ।তিনি বলেন অনেক স্কুল করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছে যেইখানে খুদে পড়ুয়ারা স্কুলে যাওয়ার বিনিময়ে খাবার পেত্ তিনি বলেন ওদের উদ্বেগের কোনো কারণ নেই আমি বিনামূল্যে ওদের খাবারের ব্যবস্থা করে দেব ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...