অলিম্পিকের কুস্তি প্রতিযোগিতার ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠলেন রবি কুমার দাহিয়া।ফলে ভারতের একটি সোনা বা রুপোর পদক নিশ্চিত। তবে রবির চোখ সোনার দিকে। সেমিফাইনালে তিনি হারালেন কাজখস্থানের কুস্তিগীরকে। তবে তিনি এই খেলায় এক সময় ২-৯ পয়েন্টে পিছিয়ে যান। তারপর তিনি পয়েন্টের ব্যবধান কমিয়ে ৫-৯ করেন। কিন্তু একদম শেষ লগ্নে প্যাঁচের কৌশলে রবি তার প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...