রাজস্থানের কাছে ছয় উইকেটে পরাজিত হলো চেন্নাই সুপার কিংস

গতকাল আইপি এলের লীগের খেলা তে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপারকিংস করে ৮ উইকেটে ১৮৭ রান ।
রাজস্থানের আকাশ মাদওয়াল ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন ।জবাবে রাজস্থান ১৭.১ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান তোলে ।বৈভব ৩৩ বলে ৫৭ রান করেন ।