গতকাল টসে হেরে ইডেনে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে তারা তোলেন ১৪৯ রান ।ভেঙ্কটেশ আইয়্যার ছাড়া কেউ ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি কেউ ,চাহাল ২৫ রানে ৪ উইকেট নেন । জবাবে রাজস্থান রয়্যালস ১৩.১ ওভারে,১ উইকেট হারিয়ে ১৫১ রান তোলেন । যশস্বী ৪৭ বলে তোলে ৯৮ রান এবং ১৩ বলে দ্রুত তম ৫০ রান করে ,অপরদিকে স্যামসু ৩৯ বলে ৪৮ রান করে নট আউট থাকে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...