লখনৌ সুপারজায়ান্টের আর প্লে অফে ওঠা হলো না

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের প্লে অফে প্রথমে ব্যাট করে লখনৌ সুপারজায়ান্ট করে ২০৫ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করেন মার্করাম ৬১ (৩৮) বলে এবং মার্শ ৬৫ (৩৯) বলে । জবাবে সানরাইজার্স ১৮.২ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে ।অভিষেক শর্মা ২০ বলে ৫৯ রান করে ম্যান অফ টি ম্যাচ হন ।