ইউরো কাপের ফাইনালে উঠে ইতালি দলের কোচ মানচিনি দলের সকল সদস্যকে সাবধান করেছেন। এখানে থেমে গেলেই চলবে না। কারণ সামনে আরো কঠিন লড়াই অপেক্ষা করছে। তিনি জানান দলের সকলে সেরা খেলা উপহার দিয়েছে। টাইব্রেকারে জয়কে তিনি লটারি জেতার সমান বলে অভিহিত করেছেন। তবে তারা জেতার জন্য মাঠে নেমেছিলেন এবং জয়ী হয়ে ফাইনালে গেছেন।ফাইনাল জেতার পর তাদের উৎসব হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...