খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল সিকিম গভর্নস কাপের সেমিফাইনালে পালজোর স্টেডিয়ামে তারা পরাজিত করেন সিকিম পুলিশ দলকে ১-০ গোলের ব্যবধানে। মহামেডানের হয়ে ২৭ মিনিটে গোল করেন বিদেশী খেলোয়ার চার্লস এচ । মঙ্গলবার ফাইনালে মহামেডান খেলবে সিকিম হিমালয়ান এফ সির বিরুদ্ধে।গতকাল খেলার মাঠে হাজির ছিলেন প্রাক্তন ভারত ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...