তুরস্কের সঙ্গে সুইজারল্যান্ডের জীবন মরণ ম্যাচ ছিল ৬ মিনিটের মাথায় সুইজারল্যান্ড গোল করে এগিয়ে যায়। গোলদাতা সেফেরোভিচ। ২৬ মিনিটে শাকিরি গোল করলে ফল দাঁড়ায় ২-০। বিরতির পর ৬২ মিনিটে তুরস্কের খাভেচি গোল করে ব্যবধান কমান। ৬৮ মিনিটে শাকিরি আবার গোল করে নিজের দলকে ৩-১ গোলে এগিয়ে দেন। তবে সেরা চার তৃতীয় দল হিসাবে সুইজারল্যান্ড পরের পর্বে যেতে পারে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...