গতকাল জোহানেসবার্গের মাঠে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে তোলেন ২৮৩ রান । জবাবে দক্ষিণ আফ্রিকা ১৪৮ রানেই শেষ হয়ে যায় ,১৮.২ ওভারে ।ভারত জয়ী হয় ১৩৫ রানে ।সঞ্জু স্যামসাং নট আউট ১০৯ রানে (৫৬)।তিলক নট আউট ১২০ (৪৭) বলে ।ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেন অর্শদ্বীপ ,সিভি বরুন ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...