ইউরোতে স্লোভাকিয়া ২-১ গোলে হারাল পোল্যান্ডকে। ১৮ মিনিটে সেম সাইড গোলে স্লোভাকিয়া এগিয়ে যায়। তবে বিরতির পর খেলা শুরু হতেই পোল্যান্ড গোল শোধ করে দেয়। গোল করেন লিনেত্তি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে পোল্যান্ডের ক্রিকোডিয়াক মাঠের বাইরে চলে যান। খেলার শেষ ২৮ মিনিট পোল্যান্ড ১০ জনে খেলেছে। .এরপর স্ক্রিনিয়ার দলের দ্বিতীয় গোল করলে স্লোভাকিয়া ম্যাচ জিতে যায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...