গতকাল মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে ৪ উইকেটে তোলে ১৯২ রান ।অধিনায়ক হার্দিক ৫২ বলে ৮৭ রান করে নটআউট থাকেন ।তাকে যোগ্য সঙ্গত রান দে অভিনব ২৮ বলে ৪৩ রান করে ।জবাবেরাজস্থান ৯ উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভারে তোলেন ১৫৫ রান ।ম্যাচের সেরা হন হার্দিক পাণ্ডে ,৩৭ রানে বিজয়ী হন গুজরাট ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...