আগামী ১৭ অগাস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । গতকাল ইস্টবেঙ্গল নিউ টাউনের উৎকর্ষ সেন্টারে নিশ্ছিদ্র নিরাপত্তা তে ডার্বির অনুশীলন সারলো । বুধবার ,থেকে থেকে কোচ অস্কার ইস্টবেঙ্গল কে অনুশীলন করাচ্ছেন । ওপর দিকে মোহনবাগানের কোচ হোসে মলিনা ডার্বির জন্য মোহনবাগান মাঠে নিশ্ছিদ্র অনুশীলন করাচ্ছেন ডার্বি জন্য মোহনবাগান মাঠে তার লক্ষ্য রক্ষণ জমাট রেখে ,মাঝমাঠ ও ব্যক্তিগত নৈপুণ্যে বাজিমাত করা ।