জলপাইগুড়িতে অক্সিজেন প্লান্ট বসানো হয়েছিল কিন্তু হটাৎ তা বিকল হয়ে পড়েছে। গত ৬ দিন যাবৎ এই প্লান্ট চলছে না। এই প্লান্ট থেকে বাতাসের সাহায্যে অক্সিজেন তৈরী হত। গত ২৫ শে জুন এই প্লান্টের উদ্বোধন করা হয়। চালু হওয়ার পর থেকেই এই প্লান্ট নিয়ে নানা সমস্যা দেখা দেয়। অক্সিজেনের গুণমান খারাপ হয়ে পড়ায় প্লান্ট বন্ধ করে পুরানো পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...