অনুব্রত মন্ডলের মুখে অনুরোধের সুর

রাজ্যর শাসক তৃণমূলের শিবিরে শুভেন্দু অধিকারী জিতেন্দ্র তিওয়ারি ,মিহির গোস্বামী ,শীলভদ্র দত্তের মত
অন্যান্য নেতা ও পদাধিকারী রা তৃণমূল দল ছেড়ে বিজেপি তে যাওয়ার পথে পা বাড়াতেই বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ড কে ফোন করে অনুরোধ করলেন “তুই কোথাও যাস না তোর মত ছেলেকে দলের খুব প্রয়োজন এই কথা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ড নিজেই বলেছেন সাংবাদিকদের “।