খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন যাতে এখনই নির্মাণ ভাঙা না হয়।তাই শিলিগুড়ির বিধান মার্কেটের তৈরী হওয়া অবৈধ নির্মাণ থাকছে। বুধবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে এসজেডিএ র কর্তৃপক্ষ এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রস্তুত ছিলেন। সকলের ধারণা কয়েক হাজার মানুষ মার্কেটে ব্যবসার সঙ্গে যুক্ত। সামনেই বিধানসভা , পুরসভা ও মহকুমা পরিষদের ভোট। এই অবস্থায় ভাঙাভাঙি হলে হিতে বিপরীত হবে। তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...