স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসার আগেই শান্তিনিকেতনে শুরু হয়ে গেল ফ্লেক্স বিতর্ক। আগামী ২০ তারিখে অমিত শাহ এখানে আসছেন জেলা বি জে পি ফ্লেক্স ,ফেসটুন ও পতাকা দিয়ে সারা শহর মুড়ে দিয়েছে। কিন্তু ফ্লেক্সে দেখা যাচ্ছে প্রথমে অমিত শাহ,মাঝে রবীন্দ্রনাথ ও নীচে সাংসদ অনুপমের ছবি। অমিত শাহের নিচে কবিগুরুর ছবি অনেকে মেনে নিতে পারেননি। আজ অনুপম অমিত শাহের পদযাত্রার রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...